নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম: চলমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় সারাদেশে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কর্মসূচি পালন করা হচ্ছে।
এই ধারাবাহিকতায় ৩০ মার্চ সোমবার দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা সাগর সিদ্দিকির উদ্যোগে ফতুল্লা থানার বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও বাজারগুলোতে জীবাণু ধ্বংসে জীবাণুনাশক কেমিক্যাল স্প্রে করছেন সংগঠনটির নেতাকর্মীরা।
এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার খেটে খাওয়া মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ডগ্লাবস, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
ছাত্রদল নেতা সাগর জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তারা এ কার্যক্রম শুরু করেছেন। তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। এর বাইরে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতেও তারা কাজ করছেন।
Please follow and like us: