নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম: আবারো অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ফতুল্লা মডেল থানার ওসি মোঃ আসলাম হোসেন। এবারো তার ব্যাক্তিগত উদ্যোগে বক্তাবলীর দুর্গম এলাকায় আটকে পড়া বেদে সম্প্রদায় সহ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে জরুরি খাদ্য সামগ্রী সহ সাবান, মাস্ক পৌঁছে দেন।
মঙ্গলবার(৩১ মার্চ) গভীর রাতে তিনি বক্তাবলীর বিভিন্ন এলাকায় অসহায় মানুষ এবং আটকে পরা বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে ত্রান বিতরন করেন।
এ সময় তিনি সাংবাদিকদের জানান,শুধু আজই নয় ধারাবাহিকতা বজায় রেখে তিনি অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য দ্রব্য বিতরন সহ যে কোনো প্রয়োজনে তাদের নিকট ছুটে যাবেন।
উল্লেখ্য যে করোনার শুরু থেকেই তিনি ফতুল্লা থানার পক্ষ থেকে লিফলেট, মাস্ক স্প্রে,হ্যান্ড সেনিটাইজার বিতরন করেছেন। ইতিপূর্বে তিনি সরকারী ছুটির ফাঁদে আটকে পরা বেদে সম্প্রদায়ের বেশ কিছু পরিবারকে নগদ অর্থ, মাস্ক সহ নানা সামগ্রী বিতরন করেন।