নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম: দেশের করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতা ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাউসার আহমেদ পলাশের উদ্যোগে পাঁচ হাজার ( ৫,০০০) দুঃস্থ অসহায়, দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি চলছে ।
ফতুল্লার আলীগঞ্জস্থ লেবার হলে চলছে এ সকল খাদ্যসামগ্রী প্যাকেটিং কর্মকান্ড। প্যাকেটিং শেষ হলেই শুক্রবার থেকে এ খাদ্যসামগ্রী বিতরন শুরু হওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে কাউসার আহমদ পলাশ জানান, করোনা সংকট মোকাবেলায় খাদ্য সামগ্রী প্যাকেটিং কাজ চলছে।
অসহায়,দিনমজুর,কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের কয়েকটি ভাগে এ ত্রান সামগ্রী বিতরন করা হবে। এর মধ্যে আলীগঞ্জ এলাকায় বাড়ী বাড়ী পৌছে দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।
এ ছাড়া পরিবহন শ্রমিকদের জন্যে বিতরন স্থল হবে পাগলা ট্রাক টার্মিনাল আর গার্মেন্টসহ বিভিন্ন স্তরের শ্রমিকদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে নিয়ম মোতাবেক আলীগঞ্জ লেবার হল থেকে খেলার মাঠে বিতরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
তিনি আরো বলেন,সংকটের সময় অসহায়দের সহযেগিতার বিষয়টি ফলাও করে প্রচারের কোন ফায়দা নেই। তারপরেও বিশাল এ বিতরনের ঘটনা চুপেচুপে করা সম্ভব হয়ে উঠে না।