নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম: হোম কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য আজ থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনী আজ থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকারের দেয়া নির্দেশাবলি অমান্যকারীদের বিরুদ্বে কঠোর ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, অন্যদিনের মতো বুধবারও সারা দেশে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা করোনাভাইরাস প্রতিরোধে সিভিল প্রশাসনকে সহায়তা করেছেন এবং সচেতনতা তৈরিতে প্রচারণা চালিয়েছেন।
Please follow and like us: