নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম : পূর্ব ঘোষণা অনুযায়ী জনসমাগম ঠেকাতে মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখতে নারায়ণগঞ্জের সড়কে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। সেনাসদস্যদের উপস্থিতিতে শহরে লোকসমাগম অন্য দিনের তুলনায় কম দেখা গেছে।
সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন কানিজ ফাতেমা মাহজাবিন বলেছেন, আমাদের প্রধান উদ্দেশ্য হলো শহরের বিভিন্নস্থানে যেন জনসমাগম না হয় সে লক্ষ্যে কাজ করা। গতকাল থেকে আমাদের দেয়া নির্দেশনা মোতাবেক আরো কঠোর হয়েছি। আমরা সিভিল ও প্রসাশনকে মূলত সহযোগীতা করছি। সকলকে সচেতন হতে হবে, যেন আমাদের কঠোরতা দেখাতে না হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে দেখা যায় সেনাবাহিনীর টহল। বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন কানিজ ফাতেমা মহসিনের নেতৃত্বে সেনা সদস্যরা জনসাধারণকে ঘর থেকে বের হওয়ার জন্য নিরুৎসাহিত করেন।
ঘর থেকে বের হওয়া মানুষদের বের হওয়ার কারণ জানতে চান এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন।