নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম: এবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তিনিজন নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এরা হলেন-সহকারি কমিশনার ফারজানা আক্তার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া তাবাসসুম ও আব্দুল মতিন খান।
শনিবার (১৮ এপ্রিল) নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়।
জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে ওই তিনজনের করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, আক্রান্ত ওই তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজ নিজ বাড়িতেই চিকিৎসাধিন রয়েছেন। চিকিৎসকের পরামর্শক্রমে তারা সেবা নিচ্ছেন। তবে তাদের শারীরিক অবস্থা কিছুটা ভালো রয়েছে।
Please follow and like us: