নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম: শহরের গলাচিপা এলাকায় করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়ির সিঁড়িতে মৃত্যু বরণ করেছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুর ১২ টারদিকে গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম খোকন সাহা। শহরের কালীরবাজারে এলাকায় জেবিএল নামে একটি কনফেকশনারীর মালিক ছিলেন তিনি।
জানা যায়, রোববার সকালে খোকন সাহার শরীর খারাপ করলে তার স্ত্রী প্রতিবেশীদের সাহায্য চান। করো সাহায্য না পেয়ে তিনি ও তাদের ছোট দুই মেয়েকে নিয়ে স্বামী খোকন সাহাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্য বের হলে বাড়ির সিড়িতেই খোকন সাহার মৃত্যু হয়। পরে স্থানীয় কাউন্সিল মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে খবর দিলে, তিনি উক্ত বাড়ির সিড়ি থেকে খোকন সাহার মৃতদেহ সংগ্রহ করে সৎকার করেন।
এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ফোনে আমাকে বিষয়টি জানানো হলে আমি ও আমার স্বেচ্ছাসেবী দল সেখানে যাই এবং বাড়ির সিড়ি থেকে খোকন সাহার মৃতদেহ সংগ্রহ করি এবং নিহতের মুখাগ্নি করার মত কেউ না থাকায় আমি নিজেই তার মুখাগ্নি ও সৎকার করি।