নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম: সদর উপজেলাধীন কুতুবপুরের দেলপাড়া এলাকায় করোনায় আক্রান্ত পরিবারকে উশৃংখল লোকজনের হাত থেকে রক্ষা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এলাকার উশৃঙ্খল লোকজন ওই আক্রান্ত পরিবারটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। এ খবর পেয়ে তাৎক্ষনিক সেনাবাহিনীর সহযোগিতায় উশৃংখল লোকজনকে ধাওয়া দিয়ো পরিবরটিকে রক্ষা করা হয়। পরে আক্রান্ত পরিবারের বাড়িটিকে লকডাউন করে দেয়া হয়।
এছাড়া হ্যান্ড মাইকে এলাকাবাসীকে নিজ নিজ ঘরে থাকার অনুরোধ করে করোনা সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেন ইউএনও নাহিদা বারিক। অপরদিকে আক্রান্ত পরিবারের কাছে খাবার পৌঁছে দেন এবং যেকোন প্রয়োজনে তাকে ফোন করার অনুরোধ করেন তিনি।
জানা গেছে আক্রান্তরা নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তারের পরিবারের সদস্য। চিকিৎসক শিল্পী আক্তার সপরিবারে ফতুল্লার দেলপাড়া এলাকায় বসবাস করেন।