নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম: কিট সংকটের কারণে শনিবার (২০ জুন) থেকে নারায়ণগঞ্জের একমাত্র করোনা (খানপুর ৩০০ শয্যা) হাসপাতালে বন্ধ রাখা হবে নমুনা সংগ্রহ কার্যক্রম।
নতুন কিট না আশা পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে গনমাধ্যমকে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়।
শুক্রবার (১৯ জুন) বিকেলে এ তথ্য জানান তিনি।
গৌতম রায় বলেন, হাসপাতালে গত ৩ দিন ধরেই কিটের স্বল্পতা ছিল। এ জন্য আমরা কম নমুনা সংগ্রহ করছিলাম। এখন আর নমুনা সংগ্রহ করবো না, নমুনা সংগ্রহ করে ফেলে রেখে তো লাভ নেই। কিটের অভাবে আমরা আর পরীক্ষা করতে পারছি না। এ অবস্থায় নমুনা জমলে আমাদের ওপর চাপ বাড়বে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করেছি। যে কোনো সময় চলে আসবে বলে আশা করছি। কিট আসা মাত্রই নমুনা সংগ্রহের কার্য না আসা পর্যন্ত আপাতত আমরা নতুন নমুনা সংগ্রহ করছি না।