নিজস্ব প্রতিবেদক : ফতুল্লার ধর্মগঞ্জ থেকে চোরাইকৃত ৫টি অটোরিক্সাসহ চোর চক্রের ৩ চোরকে গ্রেফতার করেছে র্যাব -১১’র সদস্যরা। শনিবার দিবাগত রাতে ফতুল্লার ধর্মগঞ্জ ডালিপাড়া এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. বাবুল (৩০), মো. শরিফুল (২৪) ও একজন অপ্রাপ্ত বয়স্ক শিশু (১৬)। র্যাব-১১’ রঅতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এটি একটি সংঘবদ্ধ চোর চক্র।
এই চোর চক্রের সদস্যরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকা হতে অভিনব কৌশলে ব্যাটারী চালিত রিক্সা চুরি করে এনে ফতুল্লার ধর্মগঞ্জ ডালিপাড়া রোডস্থ বাবুলের রিক্সা গ্যারেজে গোপনে মজুদ করে রাখে। বাবুলের গ্যারেজে মজুদকৃত চোরাই ব্যাটারী চালিত রিক্সাগুলো গ্রেফতারকৃত আসামী মো. শরিফুল এর সহযোগিতায় নারায়ণগঞ্জসহ ঢাকা ও এর আশপাশের এলাকায় বিক্রয় করে থাকে। বাবুল এই চক্রের মূলহোতা। তার নিদের্শে এই চক্র তাদের চোরাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।