নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম : ফতুল্লা থানা থেকে ৩ ওসি ও ২ দারোগার বদলী।
ফতুল্লা মডেল থানা থেকে একযোগে বদলী হয়েছেন ৩ ওসি ও ২ দারোগা।
এরা হলেন ওসি শাহাদাৎ (তদন্ত) তাকে রাজবাড়ির ওসি হিসেবে বদলী করা হয়েছে।
ওসি তরিকুল ইসলাম জুয়েলকে(অপারেশন) এসপি অফিস, ওসি আজগর হোসেনকে (আইসিপি) মদনপুর তদন্ত কেন্দ্রে,
দারোগা শুভ আহমেদকে র্যাবে ও দারোগা মিজানুর রহমানকে (১) তালতলা পুলিশ ফাড়িতে পাঠানো হয়ছে।
এ ব্যাপারে ওসি আসলাম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,এটি পুলিশের রুটিন বদলী। অন্যকিছু নয়।
Please follow and like us: