নারায়ণগন্জ নিউজ ২৪ ডট কমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া এলাকার বিহারী ক্যাম্প সংলগ্ন একটি বস্তি থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এই অভিযান চালায়।
এ সময় বস্তির একটি সুড়ঙ্গ থেকে ৬ কেজি গাঁজা বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করে আসছিলো সন্ত্রাসীরা। প্রায় রাতে এখন থেকে বিভিন্ন মানুষের চিৎকারের শব্দ শোনা যেত।
পুলিশ জানায়, এখান থেকে ৬ কেজি গাজা, ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায় রুমের মধ্যে একটি গর্ত করে সেখানে চারদিকে সিমেন্ট ঢালাই করে অবৈধ অস্ত্র রাখা হয়েছিল। পাশে আরেকটি বক্স করে ঘর করে রাখা হয়েছিল। মানুষকে এখানে বিভিন্ন সময় দুটি মোটা লাঠি দিয়ে পেটান হতো।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে। এ অভিযান তারই একটি অংশ।