নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কমঃ আড়াইহাজারে নাশকতার চেষ্টার অভিযোগ এনে ৪৮ ব্যাক্তির নামে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। এসআই রকিবুল হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি করেন। মামলায় ১৮জনের নাম উল্লেখ্য করাসহ ২৫ থেকে ৩০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর মধ্যে গোপালদী লক্ষীবরদী এলাকার মৃত তারাজুদ্দিন আবদুল জলিল, কলাগাছিয়া এলাকার ওয়াজকোরুনীর ছেলে মাসুম, দুপ্তারা কুমারপাড়া এলাকার মৃত আবদুল হামিদের ছেলে আমির ও বাহেরচর এলাকার খালেকের ছেলে সোহেল মিয়াকে আটক করা হয়েছে। মামলায় উল্লেখ্য করা হয়েছে গোপালদীর লক্ষীবরদী এলাকায় চৌ-রাস্তায় কতিপয় দুস্কৃতিকারী সমবেত হয়ে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠা, ভবন ও হাইওয়ে…
বিস্তারিত সংবাদDay: September 1, 2018
মৃত্যুর আগে ঝলসে যাওয়া সুমন জবানবন্দিতে যাদের নাম বললেন
নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কমঃ হাসপাতালের বেডে পোড়া শরীর নিয়ে কাৎরাচ্ছেন সুমন। কেউ একজন তাকে হাত পাখা দিয়ে বাতাস করছে। একটি পুরুষ কন্ঠ সুমনকে কান্নাজড়িত কন্ঠে জিজ্ঞেস করছে অ ভাইয়া একটু কষ্ট কইরা আরেকবার কও ভাইয়া তোমার এই কামডা ভাই কে কে করলো ভাইয়া? প্রশ্নের জবাবে সুমন বলেন, বিপ্লবে, শায়লায়, সোহেল মন্ডল, খানকার মোড়ের হোটেল মাসুদ। তখন তার বোন রীতা জানতে চান, ভাই এসিড দিছে শরীরে? কী দিছে ভাই? কী দিয়া আগুন দিছে ভাই? রীতার প্রশ্নের জবাবে সুমন বলেন, এসিড দিসে মনে হয়। তারপরেই গোঙ্গাতে থাকেন সুমন। মৃত্যুর পূর্বে সুমনের…
বিস্তারিত সংবাদ