ফতুল্লা থানাধীন চাঁনমারী বস্তি থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় গ্রেফতার একজনের ঘরের কাঠের পাটাতন থেকে সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, হাসি বেগম (৩৫) ও মো. রিপন (৩৫)।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় র্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চাঁনমারী বস্তি এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা কৌশলে কুমিল্লা থেকে গাঁজা এনে চাঁনমারী বস্তি এলাকায় হাসি বেগমের ঘরের কাঠের পাটাতনের নিচে মজুদ রাখতো এবং সুবিধামতো সময়ে তা বিক্রর করতো। তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
Please follow and like us: