নারায়ণগজ্ঞ নিউজ ২৪ ডট কম : নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, করোনা একটি ভাইরাস। এটি আল্লাহ পাঠিয়েছে আমাদের পরীক্ষা করার জন্য। টিকা নিন। এটা ফাস্ট ট্রায়াল চলছে। তবে টিকা পরীক্ষিত। যে কোন টিকা শতভাগ সঠিক প্রক্রিয়া পৌছাতে হতে ১০-১২ বছর লেগে যায়। তবে ভরসা আল্লাহর ওপর রেখে টিকা দিন। আল্লাহ সকল কিছুর মালিক।
বুধবার বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে করোনা ভ্যাকসিন টিকা নেয়া শেষে প্রেস ব্রিফিং এ কথা বলেন। তিনি আরো বলেন, টিকা বানোনোর জ্ঞান এটা আল্লাহর দেয়া। আল্লাহ আমাদের পরীক্ষা করতে এ রোগ দিয়েছেন যেন মানুষ বুঝতে পারে মানুষের কোন ক্ষমতা নেই। মানুষ যাতে সৎ পথে আসে। আমার মানুষের মধ্যে এ রোগের ক্ষেত্রে দেখেছি স্বার্থপরতা। আবার একটি বিশাল অংশ জীবনের ঝুকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ কওে গেছে। এ দুটি আমরা দেখিেছ। এখন আমাদের বেছে নিতে হবে আমরা কোন শ্রেণীকে বেছে নিব। তাই সময় মত টিকা নিন। তিনি বলেন, আমার পরিচিত অনেকেই আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও এসে টিকা নিয়েছেন। অন্যান্য দেশে মানুষ টাকা দিয়ে টিকা নিতে পারছে না। এ কাজটি সম্ভব হয়েছে আমাদেও সকলের প্রচেষ্টায়। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, টিকা নেয়ার পর মানুষের যে কোন সমস্যা হচ্ছে না এটা প্রচার করছেন সাংবাদিকরা। আপনাদের প্রচারের কারণেই মানুষ টিকা নিচ্ছে।