নারায়ণগন্জ নিউজ ২৪ ডট কম : ঢাকা-নারায়ণগঞ্জ ৬ লেনের সড়কের কাজের জন্য শহরের পরিচিত অন্যতম মাদকের আখড়া চানমারি বস্তির সরকারি জায়গা উচ্ছেদ করেছে প্রশাসন।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন চানমারির বস্তির সরকারি জায়গা উচ্ছেদ করা হয়।
এসময় চানমারি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে চানমারির বস্তি ভেঙ্গে ফেলা হয়।এবং চানমারি বস্তির লোকজন অন্যত্র তাদের আসবাবপত্র ও বাসার বিভিন্ন জিনিসপত্র স্থানান্তর করে।
বস্তির লোকজন জানায়, সরকারের যখন প্রয়োজন হবে মানুষদের ঘরবাড়ি ভেঙ্গে ফেলবে।আমরা বস্তির এত মানুষ এই করোনা মহামারিতে কোথায় গিয়ে উঠবো।আমাদের নিজেদের কোন চাল চুলো নেয়।না আছে বসবাসের জায়গা।
অন্যদিকে এলাকাবাসী কিছুটা স্বস্তি প্রকাশ করে বলেন, এই বস্তি হচ্ছে মাদকের আখড়া। এখানে মাদকের সকল দ্রব্য পাওয়া যায়। শুধু মাদকই না দেহ ব্যবসা পর্যন্ত চলে। এই বস্তির মানুষের মাদক ব্যবসার কারনে আমাদের এলাকার অনেক ছেলে বুড়ো অসময়ে ঝরে যাচ্ছে। বস্তি উচ্ছেদ হওয়ায় আমরা স্বস্তি পাচ্ছি।