নারায়ণগন্জ নিউজ ২৪ ডট কমঃ আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২ ও ৩নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন পারুল আক্তার।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে তিনি তার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মেম্বার প্রার্থী পারুল আক্তার অত্র ৩নং ওয়ার্ডের দাপা ইদ্রাকপুরস্থ বেপারী পাড়া এলাকার নিবাসী মরহুম বরকত উল্লাহ্ মেম্বারের ছোট ভাই মারফত প্রধানের সহধর্মিনী।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে পারুল আক্তার বলেন, আমার ভাসুর মরহুম বরকত উল্লাহ দীর্ঘদিন মেম্বার হিসেবে এলাকার জনগণের সেবা করেছেন। সে হিসেবে আমাদের পরিবার মেম্বার পরিবার হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত। সেই ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতেই ১,২ ও ৩নং ওয়ার্ড থেকে আমি সংরক্ষিত মহিলা মেম্বার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। তাই আমি এলাকার সর্বস্তরের জনগনের দোয়া ও সমর্থন কামনা করছি।