জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদরে কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত ১শ’ প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআপি) এর আর্থিক সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান বাস্তবায়ন করে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর সকালে সদর উপজেলা কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কর্মকর্তা আবু নাইম মৃধা, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, কতুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য রফিকুর রঞ্জু, রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অফিসার রোকেয়া রশনী কেয়া, কমিউনিটি রিহ্যাবিলিটেশন টেকনিশিয়ান আরিফুর রহমান, ফিল্ড মবিলাইজার মো. আক্তারুজ্জামান, প্রজেক্ট ফিল্ড এ্যাসিস্ট্যান্ট কাজী তানভীর আহমেদ, প্রজেক্ট ফিল্ড এ্যাসিস্ট্যান্ট মো. মিনহাজ আহমেদ, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. লিটন, সহ সভাপতি মো. শাহীন হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. জামাল, স্বেচ্ছাসেবক রুমা আক্তার, আরিফা আক্তার ও অস্বচ্ছল প্রতিবন্ধী সংস্থা’র প্রধান উপদেষ্টা মো. মাসুদ চৌধুরী প্রমূখ।
উল্লেখ্য, এই কর্মসূচীর আওতায় ১শ’ প্রতিবন্ধী ব্যাক্তি প্রতিজন পেয়েছেন চাল ১৫ কেজি, আটা ৫ কেজি, পেঁয়াজ ৫ কেজি, আলু ৫ কেজি, ডাল ২ কেজি, ভোজ্য তেল ২ লিটার, চিনি ২ কেজি ও লবণ ১ কেজি।