নারায়ণগন্জ নিউজ ২৪ ডট কমঃ নারায়ণগঞ্জের বন্দর থেকে নিখোঁজের ৫ দিন পর সোনারগাঁও থেকে ব্যাটারিচালিত রিকশা (মিশুক) চালক রাজীব হোসেনের (৩৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে সোনারগাঁও উপজেলার কাইকারটেক গ্রামের ব্রহ্মপুত্র নদের তীর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাজীব হোসেন বন্দর উপজেলার মদনগঞ্জের লক্ষারচর এলাকার মফিজুল ইসলামের ছেলে।গত ২৬ ডিসেম্বর থেকে সে তার মিশুকসহ নিখোঁজ ছিলো।মিশুক ছিনতাইের জন্য দুর্বৃত্তরা রাজীবকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, গত ২৬ ডিসেম্বর ৫-৬ জন যুবক তার মিশুক ভাড়া নেয়। এরপর থেকে মিশুকসহ নিখোঁজ রাজীব। ব্রহ্মপুত্র নদের তীরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।