জাহাঙ্গীর হোসেনঃ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে ২০২২ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লাস্থ কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গুলসান আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিন্দ্র কুমার মন্ডল।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা ফেরদৌস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সষ্ট্রাক্টর শামীমা ইয়াসমিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনির হোসেন, তাসলিমা আখতার, সামিনা নার্গিস, মুক্তা বেগম, সদর উপজেলা রিসোর্স সেন্টারের সহকারি ইন্সষ্ট্রাক্টর আখনূর লাজু ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুন।