নারায়ণগন্জ নিউজ ২৪ ডট কমঃ অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ টুডে টোয়েন্টি ফোর ডটকম’ এর সম্পাদক সীমান্ত প্রধানের বিরুদ্ধে মানহানিকর মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম ও সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ। এছাড়া পৃথকভাবে নিন্দা জানিয়েছেন মানবাধিকার সংগঠন অধিকার।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মানবাধিকার সংগঠন অধিকারের নারায়ণগঞ্জ ইউনিটির সমন্বয়ক সাংবাদিক বিল্লাল হোসেন রবিন এক বিবৃতিতে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
তিনি বলেন, প্রকাশিত সংবাদের প্রতিবাদ কিংবা সত্যতা চ্যালেঞ্জ না করে সাংবাদিকদের হয়রানির উদ্দেশ্যে মামলা দায়েরের ঘটনাই প্রমাণ করে মামলার বাদীরা নৈতিকভাবে কতটা দুর্বল।
Please follow and like us: