নারায়ণগন্জ নিউজ ২৪ ডট কম ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. রাজু (৩৩) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। তার নিকট থেকে ৯১০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আষাঢ়িয়ার চর এলাকার মা খাদিজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ রাজু মুন্সিগঞ্জের লৌহজংয়ের সরদার বাড়ী এলাকার মোঃ মনিরের ছেলে।
বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আষাঢ়িয়ার চর এলাকার মা খাদিজা হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে এক মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে বাসযোগে এসে উক্ত স্থানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার কথা ছিল। এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি চৌকস দল ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।