নারায়ণগন্জ নিউজ ২৪ ডট কমঃ বসত ঘরের বারান্দায় প্লাস্টিকের ড্রামে রাখা ছিল ১০ কেজি গাঁজা। সত্তর বছর বয়েসি সোনা মিয়া যৌবনকাল থেকেই গাঁজা বিক্রি করতেন। ঘটনার দিনও পাইকারী দরে গাঁজা কিনতে তার বাসায় ক্রেতা আসে। কিন্তু বাগড়া দেয় বেরসিক পুলিশ।
ধরা পড়ে চিহ্নিত গাঁজার বেপারী সোনা মিয়া (৭০)। পুলিশ তার হেফাজতে থাকা ১০ কেজি গাঁজা ও ১টি মোবাইল উদ্ধার করেছে।
রোববার (২৯ মে) রাত সাড়ে ১০ টা নাগাদ আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি পূর্বপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
গোপালদী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ১০টায় গোপালদী পৌরসভার উলুকান্দি পূর্বপাড়া এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন লোক দৌড়ে পালাতে চেষ্টা করে। আরমান (৩২) নামে একজন পালিয়ে যায়। ধরা পড়ে গোপালদী-নরসিংদীর চিহ্নিত গাঁজার বেপারী সোনা মিয়া।