নারায়ণগন্জ নিউজ ২৪ ডট কমঃ হঠাৎ নারায়ণগঞ্জ এসে ঘুরে গেলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা এলাকায় যমুনা-মেঘনা ডিপুর কেন্দ্রস্থলে আসেন তিনি।
এসময় সাংবাদিকরা হঠাৎ আগমনের কারণ জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এখানে যমুনা ও মেঘনা ডিপুর মাঝখানে বাণিজ্য মন্ত্রনালয়ের একটি জমি রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বাণিজ্য মন্ত্রনালেয়র কাছে একটি প্রপোজাল (প্রস্তাব) দিয়েছে। সে বিষয়েই এখানে এসেছি।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাত ফেরদৌস, নারায়ণগন্জ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক দিপুসহ যমুনা ও মেঘনা ডিপুর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।