নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে ৩ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র ক্রয় করলেন গিয়াস উদ্দিন। বৃহস্পতিবার সকাল ১১ টায় ৫ হাজার টাকা জমা দিয়ে তিনি এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা সোলাইমান জানান, ১৩ জুলাই বৃহস্পতিবার গিয়াস উদ্দিন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ভোটার জটিলতার কারনে স্থগতি হয়ে যাওয়া নারায়ণগঞ্জ জেলা পরিষদে ২ টি সাধারন ওয়ার্ডেও (২ ও ৩) সদস্য পদে আগামী ২০ আগষ্ট ভোট গ্রহনের তারিখ নির্ধারন করেছেন।
২ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের (১০ থেকে ১৮) নং ওয়ার্ড ও ৩ নং ওয়ার্ড (১৯ থেকে ২৭ নং ওয়ার্ড) নির্বাচন হবে।
জেলা প্রশাসকের কার্যালয় হতে রিটারিং অফিসারের নিকট অথবা অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৪ জুলাই। মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ ২৬ জুলাই। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ২ আগষ্ট। ভোট গ্রহন শুরু হবে ২০ আগষ্ট।
Please follow and like us: