ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ ১০ কিলোমিটার রাস্তায় প্রায় ৯০০ গর্ত রয়েছে। এই সড়কে প্রতিদিন কয়েক হাজার সিএনজি ও অটোরিক্সা চলাচল করে । কিন্তু এসব গর্তে পড়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এছাড়াও গর্তে যানবাহন পড়ে অকেজো হয়ে যাচ্ছে। ফলে যানবাহন মালিকদের যানবাহন মেরামতের জন্য বাড়তি অর্থ গুণতে হচ্ছে। এত দূর্ঘটনার জন্য এ সড়কের বিকল্প নাম হয়ে দাঁড়িয়েছে ‘মৃত্যু সড়ক’।
সহজ পথ ও কম সময়ে যোগাযোগের জন্য ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কটি এখন সবার কাছে পরিচিত হয়ে উঠেছে। ঢাকার দক্ষিণাঞ্চল সদরঘাট, পুরান ঢাকা কিংবা যাত্রাবাড়ী যেতে এ রাস্তার চনপাড়ার পয়েন্ট ব্যবহার করা হয়।
এছাড়াও রাজধানীর মিডল পয়েন্ট রামপুরা, হাতিরঝিল, বাসাবো-মাদারটেক যেতে এ রাস্তার নগরপাড়ার পয়েন্ট ব্যবহার করা হয়। ঢাকার উত্তরাঞ্চলের গুলশান, কুড়িল, বনানী, এয়ারপোর্ট যেতে এ রাস্তার ব্রাহ্মখালী পয়েন্ট ব্যবহার করা হয়। ফলে সড়কটি দিনে দিনে ব্যস্ত হয়ে পড়ছে।
সরেজমিনে দেখা যায়, এই ব্যস্ত সড়ক ব্যবহারকারীরা আগে নির্বিঘ্নে ব্যবহার করতে পারলেও এখন তা পারছে না। ভাঙা রাস্তা এবং কয়েকদিনের তীব্র বৃষ্টিতে পথটি সম্পূর্ণ অচলাবস্থা বিরাজ করছে।