ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ফেসবুক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি ভারত থেকে দুবাইয়ে চলে গেছেন। আবার কোথাও কোথাও বলা হচ্ছে তিনি বেলারুশে আশ্রয় নিয়েছেন। এবার শেখ হাসিনার অবস্থান নিশ্চিত করলো ভারত সরকার।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল দিল্লিতে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার অবস্থান পরিষ্কার করেন।
তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়ে আমি আগেই বলেছিলাম যে, তিনি স্বল্প সময়ের নোটিশে এখানে এসেছিলেন এবং তিনি এখানেই রয়েছেন।
এদিকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ১৮ নভেম্বরের মধ্যে তাদের আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে ভারতের পদক্ষেপ কী হবে? এছাড়া ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কি না, জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের বিষয়ে সাম্প্রতিক কিছু প্রতিবেদন পেয়েছি। তবে এই বিষয়ে আমার কাছে মন্তব্য করার মতো কোনো তথ্য নেই।