নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে মিজমিজির বাতানপাড়া এলাকার আবুল কালাম আজাদের বাড়ি থেকে তাদের মরদেহ করা হয়।
মৃতরা হলেন, মো. আবুল কালাম (৬২) ও তার স্ত্রী আমেনা বেগম ময়না (৫৭)। তারা স্বামী-স্ত্রী দুইজন ওই বাড়িতে ভাড়া থাকতেন।
আবদুল মতিন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, দুজনেই দীর্ঘদিন যাবৎ প্যারালাইসিস রোগী ছিলেন। তাদের দুই ছেলে সন্তান থাকলেও তারা বাবা-মাকে রেখে আলাদা বসবাস করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারা মূলত দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে বাসায় ছিল। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।