নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাস, মাদক, ও চাদাঁবাজ বিরোধী সমাবেশ করেছে যুবদল।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে মুড়াপাড়া কলেজে অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করে মুড়াপাড়া ইউনিয়ন যুবদল।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুইয়া। সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামাল হোসেন।
সমাবেশে বক্তারা দিপু ভুইয়ার নির্দেশে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন। বিএনপি ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।