শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
৪ মাঘ, ১৪৩১, শীতকাল

ওবায়দুল কাদেরের খোঁজ দিলে মিলবে পুরস্কার

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সন্ধান দিতে পারলে সাংবাদিকদের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর বিজিবি সদরদফতর পরিদর্শনে যান। এসময় ওবায়দুল কাদের কোথায় আছেন, জানতে চাইলে সাংবাদিকদের তিনি এমন অফার করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওবায়দুল কাদের কোথায় আছেন, সে বিষয়ে আমার কাছে কোনো নিউজ নাই। কিন্তু আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন। আপনাদের কাছে অনুরোধ, যদি আমাকে ওবায়দুল কাদের কোথায় আছেন জানান, তাহলে আপনাদের একটা প্রাইজ দেবো। আপনারা আমাদেরকে কিন্তু অনেক সংবাদ দিতে পারেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়া হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, এই তথ্যের কোনো সত্যতা নাই। যাকে ধরা হয়েছে তাকেই জেলে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ