বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদ খুনি হাসিনা মানুষের উপর দীর্ঘ ১৫ বছর নির্যাতন, অত্যাচার, গুম ও খুন করেছেন। শুধু তাই নয়, তিনি প্রতিটি সেক্টরে দুর্নীতি ও লুটপাট চালিয়েছেন। তাই তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হবে।
রোববার (২০ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর ইসলামি মহাসম্মেলন মাঠে দলের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, আওয়ামী লীগের দোসররা যেখানে কর্মসূচি দেওয়ার চেষ্টা করে দলবল নির্বিশেষে সবাই এক সাথে প্রতিহত করতে হবে। এই দেশে যারা আওয়ামী লীগ করেছে তারা তওবা করে সারাজীবনের জন্য সরে আসুন। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ থেকে পালানোর সময় লাগেজ করে দেশের টাকা, পয়সা নিয়ে চলে গেছেন। শেখ হাসিনার তার দলের নেতাকর্মীদের প্রতিই মায়া নেই, দেশের মানুষের প্রতি মায়া থাকবে কীভাবে। এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। তাই যারা গুম-খুনের সাথে জড়িত, তাদের এই দেশে এনে বিচার করা হবে।
গণসমাবেশ বাংলাদেশ খেলাফত মজলিসের সোনারগাঁ উপজেলার সভাপতি হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা হুসাইন আহমদ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা আবু সাইন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন ভূঁইয়া প্রমুখ।