বুধবার, ১৯ মার্চ, ২০২৫
৫ চৈত্র, ১৪৩১, বসন্তকাল

সাতগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন সাতগ্রামেই নির্মাণের দাবি

মাসুম বিল্লাহ, আড়াইহাজার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদ পূবের্র স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (২০ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতগ্রাম ইউনিয়নের নামকরণ এই এলাকাকে কেন্দ্র করেই হয়েছিল। ইউনিয়ন পরিষদ অফিসটি প্রতিষ্ঠাকাল থেকে সাতগ্রামেই ছিল। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে তা পুরিন্দা এলাকায় স্থানান্তর করা হয়। এখন আমরা আমাদের ইউনিয়ন পরিষদ সাতগ্রামেই চাই। সাতগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের পাশে একটি নতুন ভবন নির্মাণ করে, সেখানে ভূমি অফিসের কার্যক্রম চালানো হোক।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মাহমুদুল হক বলেন, স্মারকলিপি পেয়েছি। বিষয়টি বিবেচনা করা হবে।

সর্বশেষ সংবাদ