বুধবার, ১৯ মার্চ, ২০২৫
৫ চৈত্র, ১৪৩১, বসন্তকাল

বিস্ফোরণের শব্দে কাঁপল টেকনাফ

ডেস্ক রিপোর্ট

দুই দিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রোববার (২০ অক্টোবর) রাতভর টানা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে সীমান্তের বাড়িঘর। এর ফলে সারারাত ঘুমাতে পারেননি স্থানীয়রা।

টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে সীমান্তের বাড়ি-ঘর।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, দুই দিন বন্ধ থাকার পর ফের মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে চারপাশ। এতে মানুষ অনেক আতঙ্কে রয়েছেন।

সাবারাং নয়াপাড়া এলাকার বাসিন্দা নুরুল আলম বলেন, দুই দিন আগেও মর্টার শেল ও বোমার শব্দে ২৫টির বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। এখন আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ সংবাদ