নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সম্পত্তি দখল করতে একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
রোববার (২০ অক্টেবর) সকালে সাদীপুর ইউনিয়নের গজারিয়া পাড়া গ্রামের শরিফ হোসেনের বাড়িতে এ হামলা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী আলামিন ও আরমান পূর্ব শত্রুতার জেরে রোববার সকালে শরিফ হোসেনের বাড়িঘরে হামলা চালায় এবং গাছপালা কেটে নিয়ে যায়। একইসঙ্গে তার বাড়ির বাউন্ডারি ভেঙে ফেলে।
এ বিষয়ে অভিযুক্ত আরমান বলেন, এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। মামলায় আমরা আমাদের পক্ষে রায় পেয়েছি। তাই আমি আমার জায়গা দখলে নিয়েছি।
এদিকে বাড়িঘরে হামলার ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শরিফের স্ত্রী ফাতেমা আক্তার তিশা।