নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর যুবদলের উদ্যোগে সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে রূপসী বাসস্ট্যান্ডে এই মিছিল হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুবদল নেতা মো. তাসমীর।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা মো. তাসমীর বলেন, আমরা সব ধরনের অপরাধ ও নৈরাজ্যের বিরুদ্ধে। রূপগঞ্জে কোনো ধরনের সন্ত্রাসী বা চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজ যে দলেরই হোক, বিএনপির হলেও তাকে বিতাড়িত করা হবে। আমরা আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে সবসময় ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতেও থাকব।
এসময় তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, তারাব পৌর বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন এবং তারাব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপনের কথাও উল্লেখ করেন।