হবিগঞ্জ-৪ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।
জানা গেছে, মিরপুর ও আদাবর থানার দুটি হত্যা মামলায় ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে রাত ১টা ২১ মিনিটে সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
সেখানে তিনি লিখেছেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’