বুধবার, ১৯ মার্চ, ২০২৫
৫ চৈত্র, ১৪৩১, বসন্তকাল

এবার ইরাক থেকে ইসরাইলে ড্রোন হামলা

ডেস্ক রিপোর্ট

এবার ইরাক থেকে ইসরাইলের ইলাত শহরের একটি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে’ ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানপন্থি ইসলামিক রেজিস্ট্যান্স এই হামলার দাবি করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে ইসরাইলি বাহিনী বলছে, তারা দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এটি ইলাত শহরের কাছে ইসরাইলের জলসীমা অতিক্রম করছিল।

এক বিবৃতিতে জানানো হয়, ড্রোনগুলো পূর্ব দিক থেকে এসেছে। এর আগেও ইরাক থেকে ইসরাইলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। সে সময় ইরান-সমর্থিত ইসলামিক রেজিস্ট্যান্সের জানায়, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চালাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

গত জুন এবং সেপ্টেম্বরেও ইরাক থেকে ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালানো হয়। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইরান সমর্থিত বিভিন্ন সংগঠন এবং হামাসের মিত্র হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে প্রতিদিনই ইসরাইলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ইয়েমেন, লেবানন এবং ইরান থেকেও বিভিন্ন সংগঠন ইসরাইলের বিভিন্ন লক্ষ্যে হামলা চালাচ্ছে। আবার ইসরাইল থেকেও পাল্টা হামলা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ