বুধবার, ১৯ মার্চ, ২০২৫
৫ চৈত্র, ১৪৩১, বসন্তকাল

ঘূর্ণিঝড় কোথায় আঘাত হানবে, জানা গেল

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ এবং ভারতের উপকূলে আতঙ্ক সৃষ্টি করছে ঘূর্ণিঝড় ‘দানা’। এটি আঘাত কবে হানবে এবং কোথায় আছড়ে পড়বে, তা নিয়ে নানা আলোচনা চলছে। এবার ঘূর্ণিঝড় দানা’র কেন্দ্র কোথায় আছড়ে পড়বে, তা জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত থেকে শুক্রবার (২৫ অক্টোবর) সকালের মধ্যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে। এর সম্ভাব্য সময় রাত সাড়ে ১১টার পর। তবে সব ঠিক থাকলে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়টির কেন্দ্র আঘাত হানবে না।

ভারতের আবহাওয়াবিদরা আরও জানায়, পুরী এবং সাগরদ্বীপের মধ্যে দিয়ে ভূভাগে প্রবেশ করবে ‘দানা’। যে জায়গায় ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’ হবে, তা ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার কাছাকাছি জায়গায় অবস্থিত। ভিতরকণিকা থেকে দিঘার দূরত্ব ২৭০ কিলোমিটারের মতো। আর ধামারা থেকে মোটামুটি ২০০ কিলোমিটার দূরে অবস্থিত দিঘা। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে পশ্চিমবঙ্গে ‘হিট’ করবে না ঘূর্ণিঝড়।

এর আগে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ডান দিকে বাঁক নিয়ে সোজা অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উপকূলে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ সংবাদ