নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০ টায় তারাব পৌরসভার রূপসী স্লুইসগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ছাত্রলীগ নেতা রিয়াজ স্লুইসগেট এলাকায় তার শ্বশুড়বাড়িতে বেড়াতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে রিয়াজের বিরুদ্ধে। রূপগঞ্জ থানায় আন্দোলন চলাকালীন সময়ে হওয়া বেশ কয়েকটি হত্যা মামলার আসামি এই ছাত্রলীগ নেতা। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে।