নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চালককে কুপিয়ে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রাম সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চালকের নাম মো. হানিফ (৬০)। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের কেরামত আলীর ছেলে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে কোন এক সময় হানিফকে কুপিয়ে হত্যার পর গাড়িটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে যাওয়ার পর সকাল ১০টার সময় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।