মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
২৭ কার্তিক, ১৪৩১, হেমন্তকাল

এবার জাতীয় পার্টিকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা

ডেস্ক রিপোর্ট

এবার জাতীয় পার্টিকেই রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে কয়েকশ ছাত্র-জনতা অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান, সারাদিন অনলাইনে জাপার নেতাকর্মীরা চ্যালেঞ্জ ছুড়েছিল পুলিশ প্রটোকল ছাড়া ২৪-এর গণঅভ্যুত্থানের বিপ্লবী সারজিস আলম রংপুরে টিকতে পারবে না। ছাত্র-জনতা দেখিয়ে দিয়েছে, কোনো প্রোটকল ছাড়া কীভাবে রংপুরে বিপ্লবীরা দোসরদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। এখন জাতীয় পার্টিকেই রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এর আগে, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্বাধীনতা স্মারক মাঠে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

এসময় সারজিস বলেন, জাতীয় পার্টি হলো সুবিধাবাদি দল। গাড়ি-বাড়ি ও সংসদ সদস্য হওয়ার লোভে তারা আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল। তারাও ফ্যাসিবাদের দোসর।

সর্বশেষ সংবাদ