বুধবার, ১৯ মার্চ, ২০২৫
৫ চৈত্র, ১৪৩১, বসন্তকাল

অস্ত্র উদ্ধারে সাবেক পাটমন্ত্রী গাজীর বাসায় অভিযান

ডেস্ক রিপোর্ট

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৬ অক্টোবর) গভীর রাতে সাবেক মন্ত্রীর রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় অভিযান চালানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক রোববার রাতে গণমাধ্যমকে বলেন, অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফাতারের জন্য ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে কাউকে পাওয়া যায়নি। তাদের কোনো সদস্য গাজীর বাড়ি থেকে কোনো মালামালও আনেননি।

এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে উপকমিশনার তালেবুর রহমান একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, ডিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি টিম আইন ও বিধি অনুসরণপূর্বক গোলাম দস্তগীরের বাসায় তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসার দারোয়ান পালিয়ে যান। পরবর্তী সময়ে স্থানীয় থানা–পুলিশের সহায়তায় ওই বাসা তল্লাশি অভিযান সমাপ্ত করে ডিবির টিম ঘটনাস্থল ত্যাগ করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এজাহারনামীয় আসামি গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে ওই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

সর্বশেষ সংবাদ