ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শিগগিরই রাজপথে আন্দোলন শুরু করতে পারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ।
দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী (নাদেল) এর বরাতে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা। গত ৫ আগস্ট শিক্ষার্থী-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে হাসিনার শাসনের পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কয়েক ডজন নেতার একজন নাদেল।
টেলিফোনে ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে নাদেল বলেছেন, ‘‘আমরা আমাদের রাজনৈতিক আন্দোলন ও কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা করছি। দুই সপ্তাহ অথবা এক মাস পর আমরা আন্দোলনে নামতে পারি।’’
তিনি জানান, দলটি নেতাদের একত্রিত করার জন্য কাজ করছে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘‘এই (অন্তর্বর্তী) সরকার সম্পূর্ণ অসাংবিধানিক। আমরা যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, সারাদেশে বিক্ষোভ দেখাই তাহলে এই (অন্তর্বর্তী) সরকার আর টিকবে না।’’
শেখ হাসিনার সরকারের পতনের পর দলটির কয়েক ডজন নেতাকে বিক্ষোভকারীদের ওপর হিংসাত্মক দমন-পীড়নের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। হামলার আশঙ্কায় আওয়ামী লীগের হাজার হাজার কর্মী-সমর্থক আত্মগোপনে চলে গেছেন। গত বুধবার আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা-সহ ক্ষমতাচ্যুত সরকারের সাথে সংশ্লিষ্ট অন্য ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। সূত্র: ভয়েস অব আমেরিকা