বুধবার, ১৯ মার্চ, ২০২৫
৫ চৈত্র, ১৪৩১, বসন্তকাল

গাজীর স্ত্রী হাসিনাকে খুঁজছে ডিবি

ডেস্ক রিপোর্ট

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহধর্মিণী এবং রূপগঞ্জের তারাব পৌরসভার সাবেক মেয়র হাসিনা গাজীকে খুঁজছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ অক্টোবর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, হাসিনা গাজীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তার কাছে একাধিক অবৈধ অস্ত্র রয়েছে। ছাত্র আন্দোলন দমনে তার হেফাজতে থাকা অস্ত্র ব্যবহার হয়েছে। এছাড়া আন্দোলন দমনে তিনি অর্থের যোগান দিয়েছেন।

রেজাউল মল্লিক আরও জানান, হাসিনা গাজীকে ধরতে ২৬ অক্টোবর গভীর রাতে সিদ্ধেশ্বরীর বাসায় অভিযান চালানো হয়। তবে তাকে সেখানে পাওয়া যায়নি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিনের মধ্যে গোলাম দস্তগীর গাজী গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে। তার স্ত্রী হাসিনা গাজী আত্মগোপনে রয়েছেন। তাদের দুই ছেলে আছেন বিদেশে।

সর্বশেষ সংবাদ