মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
২৭ কার্তিক, ১৪৩১, হেমন্তকাল

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

রূপগঞ্জ সংবাদদাতা

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এই র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বলাইখা এলাকা দিয়ে সাওঘাটসহ বেশকয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদেক।

তিনি বলেন, স্বৈরাচারী সরকারের প্রেতাত্মাদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দেবো। আমাদের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ সরকার নির্যাতন ও অত্যাচার চালিয়েছে।

এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক নাসির উদ্দিন, জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান উপস্থিতি ছিলেন।

এ ছাড়া উপস্থিতি ছিলেন তারাব পৌরসভা যুবদলের কাজি আহাদ, আহাম্মেদ রাজিব, মো. তাসমীর, ওমর ফারুক আপন, ইউসুফ, রকি প্রমুখ।

সর্বশেষ সংবাদ