বুধবার, ১৯ মার্চ, ২০২৫
৫ চৈত্র, ১৪৩১, বসন্তকাল

রূপসী নিউ মডেল স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ

আরিফ মোল্লা, রূপগঞ্জ

রূপসী নিউ মডেল স্কুল ও কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিদ্যালয়ের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে রোববার (২৭ অক্টোবর) এই কার্যক্রমের আয়োজন করে এসএসসি ২০১৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ ফাইজুল কবির ও সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ। এছাড়াও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত থেকে কর্মসূচিকে সমর্থন ও উৎসাহ প্রদান করেন।

অধ্যক্ষ ফাইজুল কবির প্রাক্তন শিক্ষার্থীদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “বৃক্ষরোপণ একটি ছোট পদক্ষেপ হলেও এর প্রভাব বিশাল ও দীর্ঘস্থায়ী। আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা পৃথিবীকে আরও সবুজ ও সুস্থ করে তুলব।”

এসময় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ২০১৫ ব্যাচ থেকে উপস্থিত ছিলেন রিফাত মীর, আরমান চৌধুরী, হৃদয় দাস, সিয়াম, শিপন মীর, ফাহিম সিকদার। তাদের উৎসাহ দিতে ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ২০০২ ব্যাচের নয়ন মোল্লা, ২০০৫ ব্যাচের তারিফ খন্দকার, ২০০৬ ব্যাচের ওমর ফারুক ও ফয়সাল, ২০১০ ব্যাচের সৈকত প্রধান, ২০১১ ব্যাচের আরিফ মোল্লা।

সর্বশেষ সংবাদ