শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
২২ অগ্রহায়ণ, ১৪৩১, হেমন্তকাল

পাকিস্তানে বোমা হামলায় শিশুসহ নিহত ৭

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানে একটি পোলিও টিকাদান কর্মসূচিতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন।

শুক্রবার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাসটাঙ জেলায় এ ঘটনা ঘটে।

মাসটাঙ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রহমত উল্লাহ এএফপিকে জানান, সন্ত্রাসী হামলার ঝুঁকির কারণে কড়া পুলিশি প্রহরায় চলতি বছরের পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার জেলার মেয়েদের একটি স্কুলের কাছে ছিল এই কর্মসূচি। টিকাদান চলাকালেই সেখানে বোমা হামলা ঘটে।

পুলিশের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল ফাতাহ বলেন, “টিকাদান কর্মসূচির স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছিল। নিহত ৭ জনের মধ্যে মধ্যে ৫ জন শিশু, একজন অভিভাবক এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।”

তবে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেছেন, “শিশুদেরকে হামলার লক্ষ্যবস্তু বানানো চরম নিষ্ঠুরতার প্রকাশ।” সূত্র : এএফপি

সর্বশেষ সংবাদ