শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
২২ অগ্রহায়ণ, ১৪৩১, হেমন্তকাল

গাজী জেলে, বাকিরা কোথায় লুকিয়ে?

ডেস্ক রিপোর্ট

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাধ্য হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর কয়েকদিনের মধ্যেই আওয়ামী লীগের অনেক প্রভাবশালী সাবেক মন্ত্রী-এমপি গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের তালিকায় রয়েছেন সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীও। কিন্তু গডফাদার খ্যাত শামীম ওসমানসহ নারায়ণগঞ্জের চারটি আসনের সাবেক এমপি এখনও ধরাছোঁয়ার বাইরে।

পলাতক চার সাবেক এমপি হলেন- নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ-৪ আসনের শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সেলিম ওসমান। তাদের মধ্যে শামীম ওসমান দুবাইতে রয়েছেন বলে জানা গেছে। তবে বাকিরা কে কোথায় আছেন, তা কেউই বলতে পারছেন না। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও তাদের অবস্থানের বিষয়ে কোনো তথ্য নেই।

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে একের পর এক মামলা দায়ের হচ্ছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সাত থানায় অসংখ্য মামলা দায়ের হয়েছে। যার অধিকাংশই হত্যা মামলা এবং এসব মামলায় স্থানীয় সাবেক এমপিদের প্রধান আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলন দমনে বৈধ-অবৈধ অস্ত্র এবং অর্থ সরবরাহের অভিযোগও রয়েছে। বিশেষ করে আন্দোলন চলাকালে শামীম ওসমান নিজে অস্ত্র হাতে প্রকাশ্যে গুলিবর্ষন করেন। যার একাধিক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জের এই গডফাদার এখনো অধরাই রয়ে গেছেন।

এদিকে গত ২৪ আগস্ট রাতে ঢাকার শান্তিনগর বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর থেকেই তাকে বিভিন্ন হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে রিমান্ড নেওয়া হচ্ছে। তার স্ত্রী হাসিনা গাজীকেও গোয়েন্দা পুলিশ খুঁজে বেড়াচ্ছে। তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগ সরকার টানা ১৬ বছর ক্ষমতায় থাকায় এই পাঁচ সাবেক সংসদ সদস্যই হয়ে উঠেন সর্বেসর্বা। নিজ এলাকায় তাদের দোর্দণ্ডপ্রতাপ ছিল। আর এখন তাদের একজন (গোলাম দস্তগীর গাজী) জেলে। আর বাকি চারজন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ক্ষমতাধর এসব নেতা মাঠের বাইরে চলে যাওয়ায় তাদের নেতাকর্মীরাও গ্রেফতার আতঙ্কে আছেন। ইতোমধ্যে স্থানীয় অনেক নেতাকর্মী গ্রেফতারও হয়েছেন। এর ফলে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও দলটি অস্তিত্ব সংকটে পড়েছে।

সর্বশেষ সংবাদ