সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচজনকে প্রতীকী ফাঁসি দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে বাঁশ ও কাপড় দিয়ে প্রতীকী মঞ্চ তৈরি করে এই প্রতীকী ফাঁসি দেয়া হয়।
শেখ হাসিনার সঙ্গে প্রতীকী ফাঁসি দেয়া বাকি চারজন হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’র নেতৃত্বে রয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
তিনি বলেন, আমরা চাই সরকার আমাদের এ প্রতীকী ফাঁসি দেখে গণহত্যার মাস্টারমাইন্ডদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করুক। যারা গণহত্যা, গুম-খুন করেছে, তদের রাজনৈতিক অপতৎপরতাকে নিষিদ্ধ করতে হবে।