শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
২২ অগ্রহায়ণ, ১৪৩১, হেমন্তকাল

নতুন ৩ উপদেষ্টা কে কোন মন্ত্রণালয় পেলেন

ডেস্ক রিপোর্ট

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) তাদের দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। তবে মাহফুজ আলমকে কোনো দপ্তর দেয়া হয়নি।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেয়ার পর বঙ্গভবনের দরবার হলে শপথ নেন তার। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

সর্বশেষ সংবাদ